কাদা জল গায়ে মেখে কুনো যেই ধরে গান,
গুরুজিতো রেগে কাঁই, কুনোটার ধরে কান।
বলে ওরে কুনোব্যাঙ শিখলি না সারেগামা,
মাঠে গিয়ে হামা দে গে, তাড়াতাড়ি গান থামা।
জানলি না কি তফাত টপ্পা ও গজলে---
এত খাটা-খাটনিটা বৃথা সব গেল জলে।
ভেবেছিস বৃষ্টিতে গাল দুটো ফুলিয়ে,
বেসুরো গান গেয়ে মন দিবি ভুলিয়ে।
বর্ষার উতসবে আসরটা রাত ভর --
জমিয়েই ছাড়বো রে, ক্লাসিক্যাল গান ধর।
ছবিঃপারিজাত ভট্টাচার্য্য