
একটা কালো ভূতুম
দখিন হাওয়ায় দুলতে থাকে
ছাতিম গাছে ঝুলতে থাকে
রাত্তিরে তার সঙ্গী ছিল
লক্ষ্মী একটা হুতুম

একটা ভালো ভূতুম
খেয়াল হলে গাইত খেয়াল
হুক্কা ডেকে উঠত শেয়াল
শাঁখচুন্নি আদর করে
বলত তাকে কুটুম

একটা ভিতু ভূতুম
লম্বা ছায়া দেখলে পরে
লাফ দিয়ে সে পালায় ঘরে
আদর করে ডাক দেয় মা
"কোথায় গেলি পুটুং"

একটা ছোট ভূতুম
এমনিতে সে ভীষণ তেজী
ওজন মোটে আড়াই কেজি
ময়দানে সে পাল্লা দিয়ে
হাওয়ার সাথে ছুটুং
ছবিঃপারিজাত ভট্টাচার্য্য

