সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
সময়হারা

যত ঘণ্টা , যত মিনিট , সময় আছে যত
          শেষ যদি হয় চিরকালের মতো ,
তখন স্কুলে নেই বা গেলেম ; কেউ যদি কয় মন্দ ,
          আমি বলব , ' দশটা বাজাই বন্ধ । '
                      তাধিন তাধিন তাধিন ।

শুই নে বলে রাগিস যদি , আমি বলব তোরে ,
                    ' রাত না হলে রাত হবে কী করে ।
নটা বাজাই থামল যখন , কেমন করে শুই ?
                      দেরি বলে নেই তো মা কিচ্ছুই । '
                     তাধিন তাধিন তাধিন ।

যত জানিস রূপকথা , মা , সব যদি যাস বলে
          রাত হবে না , রাত যাবে না চলে ;
সময় যদি ফুরোয় তবে ফুরোয় না তো খেলা ,
          ফুরোয় না তো গল্প বলার বেলা ।
                     তাধিন তাধিন তাধিন ।


ছড়াঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শিশু ভোলানাথ)

ছবিঃ চন্দ্রিমা ঘোষ

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা