বনগাঁর বড় মাসি ভয়ানক গুণী
নিমেষেতে বানাতেন টেস্টি বেগুনি;
প্রাতরাশ রোববার তরকারি লুচি
পরোটায় ধনেপাতা, লঙ্কার কুচি;
নিয়মিত বানাতেন নারকোল নাড়ু
কেউ খেলে ফুটবল, কেউবা দাবাড়ু;
শীতকালে পিঠেপুলি খেজুরের গুড়ে
পাটিসাপটায় দিত সন্দেশ পুরে;
শুক্ততে কাঁচকলা থানকুনি পাতা
নিরুপায় খেতে হবে, দাও এক হাতা;
আদা জিরে নিরামিষ মাংসের ঝোলে
তেঁতুল কি জলপাই ঝালে অম্বলে;
পারশেতে সর্ষে, কি মৌরলা মাছে
ইলিশ কি হেরে যাবে চিংড়ির কাছে?
ফুলকপি, বাঁধাকপি, ডাঁটা চচ্চড়ি
মোচা,লাউ ঘণ্টতে হাসিখুশি বড়ি;
খাওয়াতেন হাসিমুখে মুখে মৃদু হাসি
হেঁশেলেই কাটাতেন প্রিয় বড়মাসি।।
ছবিঃত্রিপর্ণা মাইতি