মাথায় ছাতা পাগলা দাশু
নামতা পড়ে আপনমনে
স্পাইডারম্যান গঙ্গা ফড়িং
বেড়ায় হলুদ সবুজ বনে।।
লঙ্কা দিয়ে ঝালমুড়ি খায়
শান্ত শিষ্ট টম অ্যান জেরি
কুমড়ো পটাশ ডিগবাজি খায়
রোজ হয়ে যায় ক্লাসের দেরি।।
বাঘ সিংহ জেব্রা জিরাফ
অরন্যদেব সদলবলে
বৃষ্টি হলেই স্কুলের ছুটি
টাপুর টুপুর বর্ষাকালে।।
বেনটেন খুব শক্তিশালী
একশোটা রোজ মুগুর ভাজে
নণ্টে ফন্টে ব্যাস্ত ভারী
নানান সমাজ সেবার কাজে।।
বাঁটুল দ্যা গ্রেট ,কেল্টুদা কি
করছে জগিং স্কুলের মাঠে
তিনটে শালিক ঝগড়া করে
রবীন্দ্রনাথ সহজ পাঠে।।
পক্ষীরাজ আর দৈত্য পরী
থাকুক তোমার স্বপ্ন জুড়ে,
চাঁদের বুড়ি চরকা কাটে
পাহাড় নদী সমুদ্দুরে।।
ছবিঃশর্মিষ্ঠা চক্রবর্তী