ক্ষিদে -টা আমার পেয়েছে জবর -
ছেলে ঘরে ঢুকে বলে।
এই বেলা , বলো দেখি
মা-গো তুমি কোথা গেলে ?
ডাল , মাছ , সবই খাবো ,সাথে
আমের চাটনি, যদি দাও।
জিভ দিয়ে চেটে, খেয়ে নেবো আমি
পায়েসের বাটি -টা ও।
শুনে হেসে মা তো বলে ,
কতো কথা , বাবা-রে
মনে হয় যা রেঁধেছি ,
সব দিবি সাবড়ে।
আমিও দেখাবো তোকে
ভোজ কয় কাহারে -
এইবার, একবার বস দেখি আহারে ।
ছবিঃ শর্মিষ্ঠা চক্রবর্তী
- বিস্তারিত
- লিখেছেন প্রদোষ প্রদীপ ভট্টাচার্য্য
- ক্যাটfগরি: ছড়া-কবিতা