সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
বড় ছেলের  দু:খ

মা-কে যদি এসে, বলি কাল বসে,
ছোট যে আমার খেলনা-টা ঘষে -
ভেঙ্গে ফেলেছে কেন, কে জানে !
এই পুজো-তেই কাকু-ভাই

যেটা দিয়েছে আমাকে কিনে।

মা হেসে বলে, ওকে বকা চলে ?
ওটা তো আসলে খোকা
তুই বড়দা না , ক্ষমা করে দে না,
রাগ করেনা রে বোকা !

গেল রবিবার, আমার খাতায়,
তুলি দিয়ে, 'ছোট', রং যে চাপায়
এই খাতা নিয়ে, কাল স্কুলে গিয়ে
খাব যে বিরাট বকুনী-
'ছোট'কে না বকে,ছল-ছল চোখে,
বাবা-কে বলেছি তক্ষুণি।
কাগজে-ই মন,বাবা বলে-শোন,
এ-নিয়ে ভাববো পরে-
সবকিছু ভুলে,বই-খাতা খুলে,
পড়তে বস্ তো ঘরে ।

চুপ করে যাই, কাকে কি বোঝাই ?
ছোট যে মাত্র দুই '... !
'বড়' বলে সব মেনে নিতে হয়,
যদিও আমার বয়েস যে ছয়,
মনের কষ্ট মনে চেপে -
রাতে কেঁদে ,বিছানায় শুই !


ছবিঃচন্দ্রিমা ঘোষ

প্রদোষ প্রদীপ ভট্টাচার্য্য পেশায় চিকিৎসক । ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেন; বর্তমানে স্থায়ীভাবে কলকাতায় কর্মরত। স্কুলজীবন থেকেই লেখার অভ্যাস, কলেজে দেয়াল-পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। ছোটদের জন্য লিখতেই বেশি পছন্দ করেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা