আকাশকে পাঠিয়েছি পত্র
ব্যাখ্যায় নাড়ি-নক্ষত্র :
দিনেরাতে নীলে কারা ঘুরছে
আর কারা অহরহ উড়ছে
রেখা ধরে কে কিভাবে হাঁটছে
কারা কতোবার করে ভাসছে
কারা চলে চাল খেলে দুলকি
কেনো ছোঁড়ে আগুনের ফুলকি
তারা কেনো হেসে চলে মুচকি
চোখ টিপে মারে কেউ টুসকি
চাঁদ কোথা পায় আলো ঠান্ডা
নাকি ওটি কোনো দেশি ঝান্ডা
সূর্যের চারপাশে এরা কে
এগুলোর মাঝ থেকে সেরা কে?
এ সবের উত্তর না এলে
তথ্য নাগালে না পেলে
লেগে যাবো আরো কিছু ভাবতে
জ্ঞান-দড়ি মেলবো তা মাপতে,
লেগে যাবো পাখা পেয়ে উড়তে
মেঘেদের হাত ধরে ঘুরতে।
সাবধানে সব পথে ভাসবো
ফলসহ শেষে ফিরে আসবো ।
ছবিঃ ফ্রি ইমেজ ওয়েবসাইট