ঢাকঢোল পিটিয়ে
আলো ছটা ছিটিয়ে
ধান কাটা গান নিয়ে
এলো এইদিন
ছোটদের মন এতে
বর্ণিল রঙ্গে
হলো রঙিন।
সাথীদের সঙ্গে
মেতে ওরা রঙ্গে
ঝালর ও পাতাফুলে
সাজিয়েছে বাড়ি
বর্ষ বরণে আজ
খেলাঘরে সুর নিয়ে
করে কাড়াকাড়ি।
আম পড়া ছন্দ
কাঁঠালের গন্ধ
ছড়ানোর দায় নিয়ে
এলো এইদিন
নিজ গুণে মুছে দিতে
পুরনো খাতা জুড়ে
যতো আড়ি-ঋণ।
বর্ষ বরণে
- বিস্তারিত
- লিখেছেন তোফায়েল তফাজ্জল
- ক্যাটfগরি: ছড়া-কবিতা