I fear the day technology will surpass human interaction. The world will have a generation of idiots. —
Albert Einstein.
ইচ্ছেমতী, ইচ্ছেমতী, ইচ্ছেকুটুম সই
ইচ্ছে সবই হচ্ছে পূরণ, ইচ্ছেগুলো কই?
ইচ্ছে ছিলো মিষ্টি-কড়া পড়ন্ত রোদবেলায়
ঝগড়াঝাঁটি, গলাগলি,চু কিৎ কিৎ খেলায়।
ইচ্ছে ছিল আম বাগানে কাঁচা মিঠের টক,
দিঘীর জলে পা ডুবিয়ে অসংখ্য বক্বক্।
ইচ্ছে ছিল বৃষ্টিবাদল এক হাঁটু পাঁক জলে,
ভাই দাদাদের মাতামাতি নীল রবারের বলে।
তারপরেতে ইচ্ছেগুলো গেল যে পালটিয়ে —
ছুটির দিনে মাতামাতি ক্যারম-ক্রিকেট নিয়ে
ক্লাবে ক্লাবে রেষারেষি খো-খো কাবাডিতে
খেলার শেষে ফেরার পথে আবার সবাই মিতে।
আজকে শুধুই চারিদিকে আকাশছোঁয়া বাড়ী,
তার সঙ্গে তাল মিলিয়ে লম্বা-ছোট গাড়ী।
মিলিয়ে গেছে ক্লাবের মাঠ আর দিঘীর কালো জল।
বিকেলবেলায় ট্যুইশনি, ছুটির দিনে মল।
ইচ্ছেকুটুম হারিয়ে গেছিস,ইচ্ছেগুলোও নেই
মোবাইল আছে, ভিডিও গেম হাতের মুঠোতেই।
তোর সঙ্গে আর তো দেখা হবে না রোদ জলে
ফেসবুকেতে অচেনা মুখ, দুধের স্বাদটি ঘোলে।
ইচ্ছেকুটুম ইচ্ছেমতী,দেখছি শেষে এই —
ইচ্ছে সবই হচ্ছে পুরণ, ইচ্ছেগুলোই নেই।