সবুজের মাঝে লাল বৃত্ত
দেখতে লাগে বেশ,
ভেদাভেদ ভুলে এক হও সব
রেখো না মনে ক্লেশ।
অরুন প্রাতের তরুণ যত
মনে প্রাণে করো পণ,
ঘুচাবো বেদনা শোধাব ভ্রান্তি
মহাকাশ করো মন।
গরীবে-রে আজ দানিব মোরা
সাধ্য আছে যত,
কিশোর মোরা গড়ব ভুবন
ঘুচাবো দু:খ শত।
মিথ্যের সাথে করবো না তো
আপোষ একটুখানি,
কিশোর মোরা এগিয়ে যাব
মুছবো সকল গ্লাানি।
ছবিঃমহাশ্বেতা রায়