সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
ফেউ

 

ওরে, তোরা কি জানিস কেউ
পিছে লেগেছে আমার ফেউ ?
সে যে দিনরাত লেগে আছে
কি যে চায় ছাই মোর কাছে !
এরে নারি ঝেড়ে ফেলে দিতে
পুনঃ  জুটে যায় যে চকিতে ।
আমি সদা মরে আছি মনে,
নিজে হারাই যে ক্ষণে ক্ষণে
কভু চমকি পিছনে চাই,
হেরি কেহই কোথাও নাই
ফিরে যবে কাজে দিই মন
বুঝি, আছে সে যে অনুক্ষণ
তাই চিত্ত শঙ্কাকুল -
পদে পদে হয়ে যায় ভুল ।



হায়, কি কব দুখের কথা
মনে পেয়েছি বড়ই ব্যথা |
ওগো দিয়েছি কি আমি সই,
কারও পাকা ধানে কভু মই ?
কারো কাটিনি গাঁটের কড়ি
চুরি করিনি গয়না ঘড়ি
কভু মারিনি কাহারো ভাত
নিজ জ্বালাতেই নিজে কাত ।
কত কব আর নিজ গুণ
কভু পিঁপড়া করিনি খুন !
ওরে, তবু তোরা দেখ দিকি
মোর পিছু নেয় টিকটিকি
ইস ! ভেবে ভেবে সব চুল
সাদা হয়ে গেল বিলকুল ।

         
         

 তাই,  সারা রাত জেগে জেগে
 এবে  গিয়েছি ভীষণ রেগে ।
 খুন টগবগ করে ফোটে
 নাড়ী তড়বড় করে ছোটে
হাতে  রয়েছে মস্ত লাঠি
আজ  হয় হোক ফাটাফাটি
তাই প্রাণপণে পিছু ঘুরে
লাঠি চালাই গায়ের জোরে
সারা অঙ্গে খুশীর ঢেউ
ভাবি মরেছে এবার ফেউ ।
দেখে মুখ হয়ে গেল কালো
ছি ছি, মরণ যে ছিল ভালো !
কে সে? জানতে চেয়ো না ভায়া,
ছিল আমারি নিজের ছায়া !

         
        
        

(রবীন্দ্রনাথের 'নদী' কবিতার ছন্দ অনুসরণে)

ছবিঃচন্দ্রিমা ঘোষ

পল্লব চট্টোপাধ্যায়, পেশায় পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার, বর্তমানে কুয়েতের তৈলকুপে কর্মরত | লেখার অভ্যেস অল্পবয়েস থেকে হলেও বাংলার বাইরে চিরকাল কাটানো আর কাজের চাপে খুব কমই সেভাবে প্রকাশ করা হয়েছে | ইদানিং ই-মাধ্যমের কল্যানে পুনরায় লেখালেখি শুরু | কম্প্যুটারের দৌলতে সুদুর মরুপ্রান্তর থেকেও বাংলাভাষার চর্চা চালিয়ে যাচ্ছেন |

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা