ওরে, | তোরা কি জানিস কেউ |
পিছে | লেগেছে আমার ফেউ ? |
সে যে | দিনরাত লেগে আছে |
কি যে | চায় ছাই মোর কাছে ! |
এরে | নারি ঝেড়ে ফেলে দিতে |
পুনঃ | জুটে যায় যে চকিতে । |
আমি | সদা মরে আছি মনে, |
নিজে | হারাই যে ক্ষণে ক্ষণে |
কভু | চমকি পিছনে চাই, |
হেরি | কেহই কোথাও নাই |
ফিরে | যবে কাজে দিই মন |
বুঝি, | আছে সে যে অনুক্ষণ |
তাই | চিত্ত শঙ্কাকুল - |
পদে | পদে হয়ে যায় ভুল । |
হায়, | কি কব দুখের কথা |
মনে | পেয়েছি বড়ই ব্যথা | |
ওগো | দিয়েছি কি আমি সই, |
কারও | পাকা ধানে কভু মই ? |
কারো | কাটিনি গাঁটের কড়ি |
চুরি | করিনি গয়না ঘড়ি |
কভু | মারিনি কাহারো ভাত |
নিজ | জ্বালাতেই নিজে কাত । |
কত | কব আর নিজ গুণ |
কভু | পিঁপড়া করিনি খুন ! |
ওরে, | তবু তোরা দেখ দিকি |
মোর | পিছু নেয় টিকটিকি |
ইস ! | ভেবে ভেবে সব চুল |
সাদা | হয়ে গেল বিলকুল । |
তাই, | সারা রাত জেগে জেগে |
এবে | গিয়েছি ভীষণ রেগে । |
খুন | টগবগ করে ফোটে |
নাড়ী | তড়বড় করে ছোটে |
হাতে | রয়েছে মস্ত লাঠি |
আজ | হয় হোক ফাটাফাটি |
তাই | প্রাণপণে পিছু ঘুরে |
লাঠি | চালাই গায়ের জোরে |
সারা | অঙ্গে খুশীর ঢেউ |
ভাবি | মরেছে এবার ফেউ । |
দেখে | মুখ হয়ে গেল কালো |
ছি ছি, | মরণ যে ছিল ভালো ! |
কে সে? | জানতে চেয়ো না ভায়া, |
ছিল | আমারি নিজের ছায়া ! |
(রবীন্দ্রনাথের 'নদী' কবিতার ছন্দ অনুসরণে)
ছবিঃচন্দ্রিমা ঘোষ