কালকে আমি খুব খেয়েছি
পেটটা হলো ফুলে ঢাক,
মৌমাছিতে করল তাড়া
ভাঙতে গিয়ে মৌচাক |
মধু খেতে হুলের বিষ
এমনি আমার কপাল,
পা পিছলে আলুর দম
পেলাম না তার নাগাল |
চোখে দেখি অন্ধকার
পেটে বাজে ঘন্টা,
কি করে যে বোঝাই বলো
কেমন আমার মনটা !
এখন আমি চোখ বুঝেছি
ব্যথায় লাগাই বরফ
মৌচাকে আর মারবো না ঢিল
বলছি করে হলফ ।
ছবিঃচন্দ্রিমা ঘোষ