মাসী গো মাসী, যাচ্ছ কাশি ?
সঙ্গে নেইকো সাথী ?
একলা যাবে বিদেশ বিভুঁই
কেমনে কাটাবে রাতি ?
মাসি বললে, "থামত বাপু
করিস নে আর ঝগড়া |
যাবার আগে শুধু শুধু
দিলি ত এক বাগড়া ?
আমার কী আর সাথী লাগে ?
আমি যে একাই একশ |
এমনি করেই কাটিয়ে দিলাম
এক হাজার এক বর্ষ ||
মিথ্যে শুধুই দিস্ যে বাধা
ট্রেনের হবে দেরী |
কপাল ঠুকে ঠাকুর ডেকে
এবার যাত্রা করি ||"
মাসীর তীর্থযাত্রা
- বিস্তারিত
- লিখেছেন ইন্দ্রানী সরকার
- ক্যাটfগরি: ছড়া-কবিতা