চু কিত্ কিত্, চু কিত্ কিত্
চু কিত্ কিত্ তা
এই ছেলেটা ভেলভেলেটা
খেলবি নাকি আয়।
মাঠের ওপর বিকেল নামে
সূয্যি গেল ডুব -
একটু পড়েই শাঁখেতে ফুঁ
বাড়িতে ছুট্ ছুট্।
কানের পাশে দুই বিনুনি
হলুদ ফিতের ফুল।
গরমকালে পাতলা জামা,
হাঁটু অবধি ঝুল।
'সন্ধ্যে হল, পড়তে বসো।'
হেঁকে বললেন মা।
'খিদেয় পেট জ্বলছে মাগো-
খেতে দেবে না।'
সামনে নিয়ে মুড়ির বাটি
পড়তে বসি যেই
ঘুমের দেশের ঘুমকুমারী
ডাকতে এল সেই।
রইল পড়ে অঙ্ক খাতা
ইতিহাসের বই-
আমি তখন ঘুমের দেশে
ঘুমপরীদের সই।
সুয্যি ডুবে গেলে
- বিস্তারিত
- লিখেছেন সাথী সেনগুপ্ত
- ক্যাটfগরি: ছড়া-কবিতা