ইচ্ছে হলেই আকাশে উড়ি
ইচ্ছে হলেই ঘুরি,
চাঁদের দেশে পসরা নিয়ে
ইচ্ছে করি ফেরি ।
ইচ্ছে হলেই সাত সাগরে
দিই অতল ডুব,
ইচ্ছে হলেই বীরের মতো
যুদ্ধ করি খুব ।
ইচ্ছে হলেই রূপকথাতে
চালিয়ে দিই গাড়ি,
সোনা মানিক বোঝাই করে
ফিরি আপন বাড়ি ।
ইচ্ছে হলেই জেগে থাকি
কল্প রঙের বেশে,
ইচ্ছে হলেই ঘুমিয়ে পড়ি
স্বপ্ন কথার দেশে ।
ইচ্ছে হলেই
- বিস্তারিত
- লিখেছেন কবিরুল ইসলাম কঙ্ক
- ক্যাটfগরি: ছড়া-কবিতা