টিয়ে ঠোঁটে রঙ ছড়িয়ে সূর্য দেখি উঠতে
এমন সময় তুলি কর্মে মুনকে দেখি ছুটতে।
মনের কোণে লুকিয়ে আছে কতো রঙিন শখ যে,
তুলির টানে আঁকতে পারে কাস্তে গলা বক যে।
আঁকতে পারে শাপলা-শালুক, পদ্মফুলের হাসি
পানকৌড়িদের ডোবাভাসা দেখতে থাকা চাষী।
রঙপেন্সিলে ফুটিয়ে তোলে বিড়াল ছানা পুষি,
লাল-সবুজের পতাকাকে এঁকে বেজায় খুশি।
পরেই ছোটে রবিশস্য, সোনালি শীষ আঁকতে
নদীর জলে ভাসতে থাকা হাঁসগুলোকে ডাকতে।
কৃষ্ণচূড়ায় লাল হরফের লেখা কি তা জানতে
এই ছুটে যায় ইতিহাসের খবর পেড়ে আনতে।
এই ছুটে যায় পাহাড় ছোঁয়া দেখতে দূরের বনকে
সমব্যথী কাতর চোখে আঁকতে পাখির মনকে।
এমনভাবে ছোটাছুটি মুনের সারাদিন যে
কারণটা তার দেশের কাছে আছে অনেক ঋণ যে!
দেশের কাছে
- বিস্তারিত
- লিখেছেন তোফায়েল তফাজ্জল
- ক্যাটfগরি: ছড়া-কবিতা