এই ভাষা নয় তলাবিহীন তুলো পেঁজা পেঁজা
বরং ভাষার বর্ণগুলো তাজা রক্তে ভেজা।
বাক্যে জায়গা পাওয়া পদই জন্ম জানবে রক্তে
এ সত্যটি মনে রাখে কেবল ভাষা ভক্তে।
পাখি বোঝে ফুলের ভাষা জলের ভাষা নদী
মায়ের ভাষার স্তন্য চিনে শিশু নিরবধি।
মায়ের কথার ওমে ওমে চোখে নামে ঘুম,
এই ভাষাতেই বৃষ্টি নুপুর বাজে ঝুমুর ঝুম।
ছড়িয়ে পড়া সুবাস নিতে উড়ে আসে অলি
গুণের কথা, বিজয় গাঁথায় বাঁধে কতো কলি।
সেই প্রচারে নতুন করে সাড়া দেশে দেশে,
কতোজনই আসবে আরো একে ভালোবেসে।
ধন্য হবে মায়ের ভাষা ধন্য হবে জাতি,
রবি নজরুল জসীম উদ্দীন নিত্য রবে সাথী।
ছবিঃমহাশ্বেতা রায়