এখন আমি হাত পা ছুড়ে কখনো ‘মাম’ বলি
ফেনিল ঠোঁটে কখনো ‘দাদ’ ‘নান’
পায়ের বুড়ো আঙুলটাকে মুখে
নিতে করি দিগ্বিজয়ীর ভান।
তাতেই তোমরা হলে যে আটখানা
মশারিটা উল্টাতে দেই বিছানটাতে হানা
ছোট্ট ওটা চরকি ঘোরে উঠোন
আমি কি আর আছি এখন ছোটন?
আমি এখন বসতে পারি একা বিছানটাতে
খাবার কিছু মুখে তুলি নিজেই নিজের হাতে
শুধু কি আর বিছানটাতে বসতে ভাল লাগে
তোমার মতন ঘরটা জুড়ে হাঁটার সাধও জাগে।
মাগো তুমি এই যে দেখ দিলাম এবার হামা
দাঁড় করিয়ে এবার পরাও রঙিন জুতা জামা।
নইতো আমি ছোটন
- বিস্তারিত
- লিখেছেন মনসুর আজিজ
- ক্যাটfগরি: ছড়া-কবিতা