দলছুট ময়না
করে শুধু বায়না,
মেলা থেকে এনে দে
লাল নীল গয়না।
চোখ করে ছলছল
মুখ করে ভার,
সবেতেই অরুচি
সুখ নেই তার ।
তাই আমি ঝমাঝম
আইকম বাইকম
রেলগাড়ি চড়ে বসি
যেতে হবে দমদম ।
চড়কের মেলাতে
করে নেব দরদাম,
কিনে দেব ময়নাকে
হাজারো সরঞ্জাম ।
লাল চুড়ি নীল চুড়ি
মিনে কাটা সীতাহার
সব কিছু কিনে দেব
ময়নাকে উপহার।
চাঁদপানা মুখে তার
হাসির কি বাহার
সেই ভেবে সুখ পাই
প্রাণপাখি যে আমার !
প্রাণপাখি ময়না
- বিস্তারিত
- লিখেছেন ইন্দ্রানী সরকার
- ক্যাটfগরি: ছড়া-কবিতা