সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

দলছুট ময়না
করে শুধু বায়না,
মেলা থেকে এনে দে
লাল নীল গয়না।

চোখ করে ছলছল
মুখ করে ভার,
সবেতেই অরুচি
সুখ নেই তার ।

তাই আমি ঝমাঝম
আইকম বাইকম
রেলগাড়ি চড়ে বসি
যেতে হবে দমদম ।

চড়কের মেলাতে
করে নেব দরদাম,
কিনে দেব ময়নাকে
হাজারো সরঞ্জাম ।

লাল চুড়ি নীল চুড়ি
মিনে কাটা সীতাহার
সব কিছু কিনে দেব
ময়নাকে উপহার।

চাঁদপানা মুখে তার
হাসির কি বাহার
সেই ভেবে সুখ পাই
প্রাণপাখি যে আমার !

আমেরিকা প্রবাসী ইন্দ্রানী সরকার লেখালিখি ছাড়াও সঙ্গীতচর্চা এবং ছবি আঁকতেও পছন্দ করেন। একদা কম্পিউটার ইঞ্জিনিয়ার রূপে কাজ করলেও, ইদানীং তিনি সাহিত্য ও শিল্প চর্চায় উৎসাহী।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা