এক যে ছিল একটি দেশে ছোট্ট রাজার ছেলে
পক্ষীরাজে পাড়ি দিল রাজ পাট সব ফেলে
স্বপ্নে দেখা রাজকন্যে খুঁজেই নেবে এবার
মেঘ ডিঙিয়ে ছুটল তাই ছোট্ট রাজকুমার।
তেপান্তরের মাঠ পেরিয়ে অজানা এক দেশ
রাক্ষসদের কবলেতে রাজকন্যে শেষ
রূপকথার সেই রাজ্যপাটে কেউ কোত্থাও নেই
গা ছমছম রাজপুত্তুর পড়ল ভাবনাতেই
ক্লান্ত ছেলে ঘুমিয়ে পড়ে আজব গাছের তলায়
ঘুমের ঘোরে শুনল, বলে ব্যাঙ্গমী-ব্যাঙ্গমায় -
ঘোর বনেতে আছে না কি একটা জাদু গাছ
তার কোটরে লুকিয়ে আছে জলের মধ্যে মাছ
মাছের ভেতর ঘুমিয়ে থাকে রাক্ষসদের প্রাণ
মরবেই সব রাক্ষসেরা কেউ যদি দেয় বাণ
অমনি উঠে রাজার কুমার পক্ষীরাজে চড়ে
পৌঁছে গেল গাছের তলায় হাওয়ার সাথে লড়ে
এক বাণেতে ফুঁড়ে দিল মাছের পেটটা যেই
রাক্ষসেরা গড়িয়ে পড়ে যে যেখানে সেই
সঙ্গে নিয়ে রাজকুমারী ছুটল রাজকুমার
পক্ষীরাজে করলো তারা তে-পান্তর পার।
ছবিঃ সোমসুতা মন্ডল