
এই মুন্নি ঘুমাও না কি?
ডাকছে তোমায় বুল্লু পাখি
ফের কি আমায় দেবে ফাঁকি ?
তাইত তোমায় জাগিয়ে রাখি
দেখো না ঐ আকাশ নীলে
করছে খেলা মেঘরা মিলে
চাঁদের গায়ে নরম আলো
মেঘরা যে তাই বাসছে ভাল
তারা গুলো চায় পিটপিটিয়ে
চাঁদ হাসে তাই খিলখিলিয়ে
মেঘ্পরীরা গাইছে গান
মনভরানো মধুর তান
খোকাপরীটা দুষ্টু ভারী
ওর সঙ্গে সবার আড়ি
চলনা তবে ঐখানে যাই
মনের কথা প্রাণ ভরে গাই...