ঝক ঝকে মুদ্রণ প্রচ্ছদে ভিতরে
হাফটোন ব্লক ছাপা উপেন্দ্রকিশোরে;
‘সন্দেশ’ চিত্রিত ছড়া ছবি আঁকাতে
রূপকথা গল্পের পথ চেয়ে থাকাতে;
খায় দায় গান গায় গুপী বাঘা বাইনে
তিন বরে মহাখুশি বলে আর চাইনে!
‘টুনটুনি বই’ জোড়া মজাদার কাহিনী,
‘ছোটদের রামায়ন’ হনুমান বাহিনী;
মহাভারতের কথা কিছু মনে পড়ছে?
রূপকথা রামধনু ইমারত গড়ছে;
সাবলীল বেহালায় সুর যায় ছড়িয়ে,
জাগরন রেনেসাঁতে দিলে হাত বাড়িয়ে;
শতকোটি কুর্নিশ উপেন্দ্রকিশোরে-
আজো ভাবি এতো কাজ করে গেলে কি করে!!
উপেন্দ্রকিশোর
- বিস্তারিত
- লিখেছেন আশুতোষ ভট্টাচার্য্যি
- ক্যাটfগরি: ছড়া-কবিতা