সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
বাঘ বাঁচাও

বহুদিন আগে এক বনে ছিল বাঘ
সক্কলে ভয় পেত, ভয়ানক রাগ
সেই ছিল জঙ্গলে পশুদের রাজা
মিলেমিশে কাটে দিন সাথে হাসি মজা
খরগোশ হাতি ছিল বাঁদর শেয়াল
জলসায় মাঝে মাঝে ঠুংরি খেয়াল
ছিল পাখি, প্রজাপতি,মধু মৌমাছি
কেউ খেলে লুকোচুরি কেউ কানামাছি
বহুদিন আগে এক বনে ছিল বাঘ
সব্বার সাথে তার ছিল ভারী ভাব।
এরপর কি যে হল জানা সবাকার
শিকারিরা হানা দিত বনে বারবার
দলে দলে কোথা থেকে মানুষের দল
নিমেষেতে সাফ করে দিল জঙ্গল
সক্কলে বলে বাঘ, কর কিছু রাজা
মানুষের সাথে লড়া বুঝি এতো সোজা?
বাঘ চলে সাথে চলে যত পশুপাখি
কোথায় যে সবাইকে নিরাপদে রাখি
অসহায় বাঘ তাই ভেবে দিশেহারা
বাঘ চলে ডোরাকাটা সজাগ পাহারা।
জঙ্গলে বাঘ থাক সাথে পশুপাখি
আনন্দ কোলাহল খুশী মাখামাখি
বাঘ আজ মানুষের ভালোবাসা চায়
মানুষের সদিচ্ছা ওদের বাঁচায়।।


ছবিঃ শাম্ব ভট্টাচার্য্যি, দ্বিতীয় শ্রেণী, সাউথ পয়েন্ট স্কুল, কলকাতা

আশুতোষ ভট্টাচার্য্যি নিয়মিত ছোটদের এবং বড়দের বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা