পুজো পুজো গন্ধ কেমন
ভুবনডাঙ্গার আকাশ জুড়ে
আজ যেখানেই যাওনা তুমি
কাছে কিংবা অনেকদুরে।।
পুজোর কদিন ঠাকুর দেখা
পাড়ায় পাড়ায় সবাই মিলে
ঘাসের ওপর শিশির পড়ে
ভর্তি উঠোন শিউলি ফুলে।।
ডাকের সাজে সাজছে ঠাকুর
ছেলেবেলায় যাচ্ছি ফিরে
পুজোর ছুটি, নতুন জামা
বিসর্জনে নদীর তীরে।।
দূরের বন্ধু কাছের মানুষ
শুভেচ্ছা থাক চিঠির সাথে
ছু-মন্তর হাজির থেক
পুজোর কদিন কোলকাতা তে।।
ছবিঃত্রিপর্ণা মাইতি