পেঁজা মেঘ গুলো আকাশে বেড়ায় খেলে
ওরাও বুঝি পেয়েছে পুজোর ছুটি,
শিউলির দল মায়ের শাসন ভুলে
রোদ ঝরা ঘাসে দেয় শুধু লুটোপুটি
স্কুল থমথমে ধুলো জমে বেঞ্চিতে
পাতলা বাঁশের কঞ্চিতে ধরে ঘুন
বাক্স বন্দী বইয়ের ফন্দি যত
পাটিগণিতের যোগ ভাগ আর গুন
কুমোর পাড়ায় পরে গেছে ব্যস্ততা
সারাদিন শুধু খড়, মাটি, রং, তুলি,
শিউলির বাস বুক ভরে নেয় টেনে
আউশের ক্ষেত গাঁয়ের সবুজ গলি
ঐ যে রিক্সো ডাকছে পাড়ার মোড়ে
এলো বুঝি কোন বাবার আদুরে মেয়ে
চোখ মেলে দেখে তার চেনা গ্রামখানি
সাধের উমার আগমনী ওঠে গেয়ে।
ছবিঃ ত্রিপর্ণা মাইতি