মেঘনা মানে নদী
মেঘনা মানে মেয়ে
মেঘনা মানে মেঘের পাহাড়
সারা আকাশ ছেয়ে ।
আকাশ জুড়ে খেলা
সকাল সন্ধ্যা বেলা
মেঘ রোদ্দুর আলো ছায়ার
হৈ চৈ হল্লা ।
ছোট্ট বেলার চু কিত কিত
ছুট ছুট ছুট মাঠে
মাথ পেরিয়ে পৌঁছে যাওয়া
রূপকথার ই দেশে ।
অরুন বরুণ কিরণমালা
খেলছে লুকোচুরি
তাদের সঙ্গে মেঘনা মেয়ের
চলছে ভাব আর আড়ি ।
লুকোচুরি খেলার ফাঁকে
বললে তারা ডেকে
আজকে আমরা খেলতে যাব
তেরো নদীর দেশে ।
তেরো নদীর দেশে তো নেই
হলুদ গাঁদার বন
নাকছাবিটির সাথে সেথায়
হারিয়ে গেছে মন ।
তেপান্তরের মাঠ পেরিয়ে
রাজপুত্তুর একা
মেঘনা মেয়ের সঙ্গে যে তার
কখন হবে দেখা ।
মেঘনা মেয়ে নদীর ধারে
নাকছাবিটি খোঁজে
নদীর ধারের হলুদ বালি
ঝিকিয়ে ওঠে রোদে ।
তারি সঙ্গে ঝিকিয়ে ওঠে
মেঘনা মেয়ের মন ।
রাজপুত্তুর পক্ষিরাজে
আসবে কতক্ষণ ।
ঐ এসেছে রাজার কুমার
পক্ষিরাজে চড়ে
মেঘনা মেয়ে চলল সাথে
মেঘ মুলুকে উড়ে ।