শঙ্খধ্বনি বাজছে কানে, বাজছে ঢাক আর ঢোল,
বছর ঘুরে মা আসছেন, খুশির হট্টগোল!
মণ্ডপ সাজে,
ঘণ্টা বাজে,
দুর্গাপুজো জুড়বে আবার বাংলা মায়ের কোল।
দেবীর চোখে মৃৎশিল্পী নিপুণ হাতে কাজল আঁকে,
রঙের আবীর স্নেহমাখা দেবীর ঠোঁটের হাসির বাঁকে,
কাটছে প্রহর, ঘণ্টা ঢং,
মনটা রাঙায় খুশির রং,
আনন্দোৎসব হাতছানিতে পুজো আমায় ডাকে।
তবুও যেন যায় না সময়, দিন কত আর বাকী?
সামনে পুজো, কেমনে বলো চুপটি আমি থাকি?
আড্ডা, হাসি, নাচ আর গান,
সব ভুলেছি অভিমান,
পুজোর দিনের আনন্দরং চোখের তারায় আঁকি।
ছবিঃমহাশ্বেতা রায়