একফালি হাসিটার
মন মোটে ভালো নেই,
হচ্ছে না হাসিটা
খুশি কোনো কারণেই।
কাঁদছে সে অঝোরে-
একা একা দাঁড়িয়ে,
কেমন করে হাসি
গেছে নাকী হারিয়ে।
কীভাবে ফিরবে সে?
চেনে না তো পথটাও,
কান্না তাড়িয়ে দিল,
বলল তো চলে যাও।
তাই তে তো অভিমানী
হাসি ছাড়ে ঘরটা,
ভাবেনি তখন কী-বা
হবে তারপরটা।
এখন হারিয়ে গেছে,
হাসিটা তো কেঁদে সার,
হারিয়েছে হাসি তার
সুখী মতো পরিবার।
এইবার কী হবে-
হাসিটার ভয় হয়,
শুধু তার জন্যই
কান্নার হল জয়।
ভাবল সে খুঁজবেই,
ফিরবেই বাড়ি তার,
রাগবে না আর কভু,
ছাড়বে না পরিবার।
রাগ শুধু ক্ষতি করে,
অভিমানও করে তাই,
রাগটা হলেও তার
ঠোঁটে হাসি থাকা চাই।
হাসবেই হাসিটা,
করবে না রাগ আর,
একবার পায় যদি
খুঁজে ফের বাড়ি তার।
ছবিঃ অর্কপ্রিয়া কোলে