নিঝুম রাতে সবাই যখন গভীর ঘুমের ঘোরে,
ঘরের কোথায় কী যেন এক নড়ল শব্দ করে।
একটু যদি তাকাও তবে অবাক হতেই হবে,
ঘরের মাঝে খেলনাগুলো হচ্ছে জড়ো সবে।
পুতুল এল, টেডি-বিয়ার, সৈন্য, হাতি-ঘোড়া,
গাড়ি এল, রোবটগুলোও, খেলনা পাখির জোড়া।
সবাই মিলে এগিয়ে গেল পাশেই বইয়ের তাকে,
জানে তারা রূপকথারা ঠিক যে কোথায় থাকে।
নামিয়ে নিল সাবধানে খুব রূপকথার এক বই,
হাতি বলল, আজকে না হয় আমিই গল্প কই।
শোনাল সে বইটা পড়ে- খেলনারা সব শোনে,
গল্প তারা ভালোবাসে, আনন্দ তাই মনে।
গল্প শেষে রাখল তারা বইটা তাকে ফের,
বলল সবাই, ঘুমোই চলো, আজ হয়েছে ঢের।
সকাল হলেই খেলবে খুকি, উঠতে হবে ভোরে,
গল্পকথার কল্পদেশে হারাই স্বপ্নে করে।
গ্রাফিকঃ মিতিল