ভরা-ভাদরের বাতাস বইছে
অমলিন ফুরফুরে
পুজোর-গন্ধ উড়ছে হাওয়াতে
ভালোবাসা রোদ্দুরে।
ইচ্ছে কুঁড়িরা রঙিন ঝালরে
গান গায় একসুরে।
ছুটির খুশিতে মাতোয়ারা মন
একসাথে যত বন্ধু-স্বজন
কাশ-ফুল খুশি বিলিয়ে দিয়েছে
লক্ষ্মীকান্তপুরে।
আদর মাখানো পুজোর চিঠিকে
চুমু ভরে দিয়ে হাতে
শাপলা কুঁড়িরা পাঠিয়ে দিয়েছে
নিঃঝুম কালো রাতে।
ভোরবেলা মাঠে ছোট বালকেরা
খেলছিল একসাথে
পুজোর চিঠিটা এল যেই কাছে
কচিকাঁচা সব পড়া ফেলে নাচে।
শিউলিতলায় ছোটাছুটি করে
যারা ছিল নিরালাতে।
ছবিঃ মিতিল