খেলাঘরখেলাঘর

দুগ্‌গা ঠাকুর আসে
 
একখানা নীল, তিনখানা নীল, সাতখানা নীল এসে
বাড়ির ছাতের আকাশটাতে সাতসকালে মেশে ।

হাট পেরিয়ে মাঠ পেরিয়ে একটা নতুন পাখী
কাঁসাই নদীর ঢেউগুলোকে করছে ডাকাডাকি।

ঢেউগুলো সব পালিয়ে বেড়ায়  এই কাছে এই দূরে
তুলোর মত নরম এবং ফুরফুরে রোদ্দুরে ।

বাজছে কোথাও গিজতা গিজাং পিঁপিঁড় পিঁপিঁড় বাঁশি
বাগান জুড়ে ছড়িয়ে পড়ে শিউলি ফুলের হাসি ।

ঘরপালানো মনটাকে আর যায় না ধরে রাখা
বইখাতা সব উধাও এখন, গানের সুরে আঁকা ।

ঘিন্‌চিকুড়ি ঘিনচিকুড়ি দুগ্‌গা ঠাকুর আসে
জ্যোৎস্না পড়ে পদ্মপাতায়, শিশিরভেজা ঘাসে । 
 
 
 
শ্যামলকান্তি দাশ
কলকাতা