খেলাঘরখেলাঘর

চার বোন-ভাই,ব্যস্ত সদাই

সরস্বতী বললে হেসেই,দ্যাখরে দিদি লক্ষ্মী
মর্ত্যের সব ছেলেমেয়েদের আমার পূজার ঝোঁক কী
লক্ষ্মী বলেন, আসল কারণ জানেও না কাক পক্ষী
‘পাশ’ করবার আশায় সবাই পোহায় এতই ঝক্কি !
মর্ত্যে এলেই লক্ষ্মী-সুরো ধরে আজব বায়না
যতই বোঝান দুর্গা,তবু মানতে ওরা চায় না!
চায়না ওরা শাড়ির পাহাড়, বা গয়নার বাহার
চপ-চাউ-ফ্রাই,রোল-মোগলাই লুকিয়ে করে আহার!

সরস্বতী বললে, মাগো, বিগবাজারে যাবো
কার্তিক বললে,প্যান্টালুনেই আমার জিনিষ পাবো
গনেশ বলে,’বারমুডা’ চাই, কোথায় পাবো কেতো ?
লক্ষ্মী বলে,কিনবো ‘টু-পার্ট’ ,অ্যাড্রেসটা দে-তো !

পূজোর ক’দিন চলল ওদের কেনাকাটার বহর
চার বোন-ভাই ব্যস্ত সদাই, ফেলল চষেই শহর!
এইসব ড্রেস-মেটেরিয়ালস স্বর্গে নিয়ে গিয়ে
নতুন ফ্যাশন করবে শুরু,সবযাবে চমকিয়ে। 
 
 
 
 
ভবানীপ্রসাদ মজুমদার
কলকাতা