১
সরস্বতী বললে হেসেই,দ্যাখরে দিদি লক্ষ্মী
মর্ত্যের সব ছেলেমেয়েদের আমার পূজার ঝোঁক কী
লক্ষ্মী বলেন, আসল কারণ জানেও না কাক পক্ষী
‘পাশ’ করবার আশায় সবাই পোহায় এতই ঝক্কি !
যতই বোঝান দুর্গা,তবু মানতে ওরা চায় না!
চায়না ওরা শাড়ির পাহাড়, বা গয়নার বাহার
চপ-চাউ-ফ্রাই,রোল-মোগলাই লুকিয়ে করে আহার!
৩
সরস্বতী বললে, মাগো, বিগবাজারে যাবো
কার্তিক বললে,প্যান্টালুনেই আমার জিনিষ পাবো
গনেশ বলে,’বারমুডা’ চাই, কোথায় পাবো কেতো ?
লক্ষ্মী বলে,কিনবো ‘টু-পার্ট’ ,অ্যাড্রেসটা দে-তো !
৪
পূজোর ক’দিন চলল ওদের কেনাকাটার বহর
চার বোন-ভাই ব্যস্ত সদাই, ফেলল চষেই শহর!
এইসব ড্রেস-মেটেরিয়ালস স্বর্গে নিয়ে গিয়ে
নতুন ফ্যাশন করবে শুরু,সবযাবে চমকিয়ে।
সরস্বতী বললে হেসেই,দ্যাখরে দিদি লক্ষ্মী
মর্ত্যের সব ছেলেমেয়েদের আমার পূজার ঝোঁক কী
লক্ষ্মী বলেন, আসল কারণ জানেও না কাক পক্ষী
‘পাশ’ করবার আশায় সবাই পোহায় এতই ঝক্কি !
২
মর্ত্যে এলেই লক্ষ্মী-সুরো ধরে আজব বায়নাযতই বোঝান দুর্গা,তবু মানতে ওরা চায় না!
চায়না ওরা শাড়ির পাহাড়, বা গয়নার বাহার
চপ-চাউ-ফ্রাই,রোল-মোগলাই লুকিয়ে করে আহার!
৩
সরস্বতী বললে, মাগো, বিগবাজারে যাবো
কার্তিক বললে,প্যান্টালুনেই আমার জিনিষ পাবো
গনেশ বলে,’বারমুডা’ চাই, কোথায় পাবো কেতো ?
লক্ষ্মী বলে,কিনবো ‘টু-পার্ট’ ,অ্যাড্রেসটা দে-তো !
৪
পূজোর ক’দিন চলল ওদের কেনাকাটার বহর
চার বোন-ভাই ব্যস্ত সদাই, ফেলল চষেই শহর!
এইসব ড্রেস-মেটেরিয়ালস স্বর্গে নিয়ে গিয়ে
নতুন ফ্যাশন করবে শুরু,সবযাবে চমকিয়ে।
ভবানীপ্রসাদ মজুমদার
কলকাতা
কলকাতা