ফুল ছিঁড়ো না
ফুল ছিঁড়ো না অকারণে থাকনা ওরা গাছে
দেখছো নাকি ডগমগিয়ে হাওয়ায় কেমন নাচে ।
প্রজাপতি আসছে ছুটে রঙীন পাখা মেলে
ওদের সাথে তাল মিলিয়ে ওরাও কেমন দোলে !
ফুলের উপর বসছে ওরা ফুলের সংখ্যা বাড়ে
ফুলগুলি সব খুশি হয়ে মিষ্টিসুবাস ছাড়ে ।
ফুলের বাসে বিভোর হয়ে মৌমাছিরা ধায়
ফুলের বনে আপন মনে গুঞ্জরিয়া গায় ।
ওদের মাঝে এই মিতালি যেন চিরকালই বাঁচে
ফুল ছিঁড়ো না অকারণে থাকনা ওরা গাছে ।
জামাল ভড়
বারাসাত
উত্তর চব্বিশ পরগনা
- বিস্তারিত
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
ঝড়ের ছবি
উড়ছে পাতা,
কাঁপছে বাতাস, উড়ছে আমার
আঁকার খাতা।
উড়তে উড়তে ছিঁড়লো ছবি
হাওয়ার টানে,
আকাশ জানে উড়তে থাকা
ছবির মানে।
ক্রেয়ন দিয়ে তৈরি বাড়ি,
মেঘ আকাশে-
জলের রঙে নৌকো পাড়ি
নিরুদ্দেশে,
বাউন্ডুলে ঝড়ের মঝে
সূ্যিমামা
মোমের চাদর সরিয়ে বলে
জলদি থামা।
জলরঙা ঘাস আকাশমুখো
চাতকজলে-
আঁকার খাতার ঝড়ের সঙ্গে
গল্প চলে।
চলতে চলতে গল্প নাচে
ঝড়ের তালে,
দুধসাদা বক আছড়ে পড়ে
ক্ষেতের আলে।
কামড়ে আছে খাতার পাতা
কালচে পাখি-
বলছে এমন আকাশ মেঘেই
আমরা থাকি,
ঝড়ের ছবি আঁকছে কবি
এমন ছলে
ভিজলো আমার আঁকার খাতা
মেঘের জলে।।
শুভঙ্কর চট্টোপাধ্যায়
কলকাতা
- বিস্তারিত
পুজোর ছড়া
ড্যাম্ কুর্ কুর্ ড্যাম্ কুর্ কুর্ বাদ্যি ছিল ওই
সাদা কাশের ঢেউয়ের ওপর সাদা মেঘের ছই
কলা পাতায় ফলের কুচো কদমা চিঁড়ে দই
ছুটির ঘোরে পুরু ধুলোয় মুখ লুকোতো বই
চাকরে ছেলে কাজ পালিয়ে একবার আসতই
দশমীতে চোখের জলে মা হ'ত থই থই।
ড্যাম কুর কুর ড্যাম কুর কুর বাদ্যি বাজে কই
কাশ-শিউলি কবেই হাওয়া নকল ফুলই সই
বুক কাঁপানো মাইক যেন অসুরটা আস্তই
চোখ ঝলসা চমক শুধু ধূপের ভক্ত নই
যা ছিল আজ সব গিয়েছে থাক তবু হৈ চৈ
খুশির পুজোয় নখ বসানো রুখছি রুখবই।
দেবাঞ্জন সেনগুপ্ত
বালি,হাওড়া
- বিস্তারিত
- লিখেছেন দেবাঞ্জন সেনগুপ্ত
চার বোন ভাই, ব্যস্ত সদাই
সরস্বতী বললে হেসেই,দ্যাখরে দিদি লক্ষ্মী
মর্ত্যের সব ছেলেমেয়েদের আমার পূজার ঝোঁক কী
লক্ষ্মী বলেন, আসল কারণ জানেও না কাক পক্ষী
‘পাশ’ করবার আশায় সবাই পোহায় এতই ঝক্কি !
যতই বোঝান দুর্গা,তবু মানতে ওরা চায় না!
চায়না ওরা শাড়ির পাহাড়, বা গয়নার বাহার
চপ-চাউ-ফ্রাই,রোল-মোগলাই লুকিয়ে করে আহার!
৩
সরস্বতী বললে, মাগো, বিগবাজারে যাবো
কার্তিক বললে,প্যান্টালুনেই আমার জিনিষ পাবো
গনেশ বলে,’বারমুডা’ চাই, কোথায় পাবো কেতো ?
লক্ষ্মী বলে,কিনবো ‘টু-পার্ট’ ,অ্যাড্রেসটা দে-তো !
৪
পূজোর ক’দিন চলল ওদের কেনাকাটার বহর
চার বোন-ভাই ব্যস্ত সদাই, ফেলল চষেই শহর!
এইসব ড্রেস-মেটেরিয়ালস স্বর্গে নিয়ে গিয়ে
নতুন ফ্যাশন করবে শুরু,সবযাবে চমকিয়ে।
কলকাতা
- বিস্তারিত
দুগ্গা ঠাকুর আসে
বাড়ির ছাতের আকাশটাতে সাতসকালে মেশে ।
হাট পেরিয়ে মাঠ পেরিয়ে একটা নতুন পাখী
কাঁসাই নদীর ঢেউগুলোকে করছে ডাকাডাকি।
ঢেউগুলো সব পালিয়ে বেড়ায় এই কাছে এই দূরে
তুলোর মত নরম এবং ফুরফুরে রোদ্দুরে ।
বাজছে কোথাও গিজতা গিজাং পিঁপিঁড় পিঁপিঁড় বাঁশি
বাগান জুড়ে ছড়িয়ে পড়ে শিউলি ফুলের হাসি ।
ঘরপালানো মনটাকে আর যায় না ধরে রাখা
বইখাতা সব উধাও এখন, গানের সুরে আঁকা ।
ঘিন্চিকুড়ি ঘিনচিকুড়ি দুগ্গা ঠাকুর আসে
জ্যোৎস্না পড়ে পদ্মপাতায়, শিশিরভেজা ঘাসে ।
কলকাতা
- বিস্তারিত