ড্যাম্ কুর্ কুর্ ড্যাম্ কুর্ কুর্ বাদ্যি ছিল ওই
সাদা কাশের ঢেউয়ের ওপর সাদা মেঘের ছই
কলা পাতায় ফলের কুচো কদমা চিঁড়ে দই
ছুটির ঘোরে পুরু ধুলোয় মুখ লুকোতো বই
চাকরে ছেলে কাজ পালিয়ে একবার আসতই
দশমীতে চোখের জলে মা হ'ত থই থই।
ড্যাম কুর কুর ড্যাম কুর কুর বাদ্যি বাজে কই
কাশ-শিউলি কবেই হাওয়া নকল ফুলই সই
বুক কাঁপানো মাইক যেন অসুরটা আস্তই
চোখ ঝলসা চমক শুধু ধূপের ভক্ত নই
যা ছিল আজ সব গিয়েছে থাক তবু হৈ চৈ
খুশির পুজোয় নখ বসানো রুখছি রুখবই।
দেবাঞ্জন সেনগুপ্ত
বালি,হাওড়া