তিনি রেবতীভূষণ। যাঁর তুলির টানে হেসে ওঠে বাঘ, হাতি, সিংহ, হরিন। লাফিয়ে ছুটে হাঁফিয়ে ওঠে খরগোশ। বিগত সত্তর বছর ধরে ছোটদের বইকে রঙে রেখায় সাজিয়ে তুলেছে যাঁর তুলি। অবনীন্দ্রনাথের সুযোগ্য এই শিষ্য কার্টুনের যে বিচিত্র জগৎ আমাদের উপহার দিয়ে গেছেন তার যথাযথ মূল্যায়ণ আজও হয়নি। বিশিষ্ট কার্টুনিস্ট শংকর উইকলিজের কর্ণধার শংকর পিল্লাই তাঁকে বলেছিলেন 'ওয়াল্ট ডিজ্নি অফ ইন্ডিয়া।' কলকাতা থেকে প্রায় একরকম জোর করেই নিয়ে গেছিলেন দিল্লিতে। তাঁর চিলড্রেন্স বুক্ ট্রাস্টের বইএর পাতা ছবিতে ছবিতে ভরিয়ে তোলার জন্য। তিনিই ছিলেন নিউ থিয়েটার্সের প্রথম বাংলা কার্টুন ফিল্ম -'মিচকে পটাশ'-এর অ্যানিমেটর। ছবির পাশে পাশে ছড়া লেখাতেও ছিলো তাঁর অসাধারণ দক্ষতা। শিশুদের জন্য তাঁর মন ভোলানো ছড়া-ছবি-গল্পের বিপুল সম্ভারে ভরে উঠবে আগামি সংখ্যাগুলো।
কৃতজ্ঞতা স্বীকারঃ
শুভ্রজিত চক্রবর্তী
ও
রেবতীভূষণের পরিবার