'রং-বেরঙের গল্প' শিরোনামের , সুন্দর রামধনু রং প্রচ্ছদের বইটি লেখক অনিরুদ্ধ সেনের লেখা তেরোটি বিভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো আছে। এই গল্পগুলি গত চার দশক ধরে বিভিন্ন মুদ্রিত পত্রিকা এবং ওয়েব পত্রিকায় প্রকাশিত হয়েছে। অনিরুদ্ধ সেনের কলমের সাথে আমরা যারা পরিচিত, তারা জানি, কত অনায়াসেই তিনি কল্পবিজ্ঞান থেকে শুরু করে ভূতের গল্প , রহস্য গল্প হয়ে হাসির গল্পের দুনিয়ায় চলাচল করতে পারেন। এই বইয়ে সংকলিত তেরোটি গল্পের মধ্যে পাওয়া যাবে সেই সমস্ত রকম স্বাদ। আর দেখা হবে অদ্ভূত সব চরিত্রদের সাথে - নন্দপিসি, কালু মিঁয়া, সল্মা, ছোট্টু সর্দার, হরিপ্রতাপ...তবে কে কেমন, সেটা তো আর এখানে বলা যাবে না। সেসব জানতে হলে পড়ে ফেলতে হবে এই বইটা।
এই বইতে রয়েছে ইচ্ছামতী এবং বইপোকার দুটি প্রিয় গল্প ' গোল বাঁচাল কালু মিঁয়া' আর 'টেনশন্, টেনশন'। এছাড়াও রয়েছে গত কয়েক বছরে ইচ্ছামতীতে প্রকাশিত লেখকের আরো কয়েকটি গল্প। কিন্তু কোনগুলো, সে আর বলছি না। সেটা জানতে হলে কিনেই ফেল না হয় এই বইয়ের এক কপি।
সুন্দর মুদ্রনের হাল্কা পেপারব্যাক এই বইটি কোন বন্ধুকে উপহার দেওয়ার জন্যেও খুব ভাল।
রং-বেরঙের গল্প
অনিরুদ্ধ সেনের
প্রকাশক - পাললিক
মূল্য - ১২০ টাকা