বইপোকার দপ্তর
বলা হয়, বই হল মানুষের সবথেকে ভাল বন্ধু। একটা ভাল বই শুধু তোমাকে আনন্দ দেয় তাই না, মনের জন্য নানারকমের রসদ জোগায়।
বাংলা ভাষার জগতে, একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে বাংলায় লেখা শিশু-সাহিত্য । ছোটদের জন্য বাংলায় এত ভাল ভাল বই আছে যে সেই সব বই-এর খবর লিখতে বসলে একটা গোটা কূল-কিনারাবিহীন ওয়েবসাইট তৈরি হবে, কিন্তু তার কাজ শেষ হবে না, কারণ বাংলা ভাষায় ছোটদের জন্য নতুন নতুন সব লেখা তো আসতেই থাকছে। ইচ্ছামতীর প্রথম সংখ্যা থেকেই তাই আমরা বাংলা ভাষায় লেখা আমাদের পছন্দের নানাধরণের নতুন এবং পুরনো বই-এর খোঁজ দিয়েছি। আগে এই বিভাগের নাম ছিল 'পড়ে পাওয়া'। এখন এই বিভাগের নাম 'বইপোকার দপ্তর' ।
'পড়ে পাওয়া' তে তুলে দেওয়া হত কোন একটি বিশেষ বই এর একটি কোন গল্পের কিছুটা অংশ। তাই এই তালিকার শুরুর দিকের কিছু নাম কোন বই-এর নাও হতে পারে। সেগুলি হতে পারে সেই বইয়ের কোন এক ভাল গল্পের শিরোনাম। এই তালিকা মোটেও খুব একটা বড় নয়। আমরা চাই ইচ্ছামতীর বন্ধুদের আরো ভাল ভাল বাংলা বই-এর খোঁজ দিতে। তাই তোমার প্রিয় বইটা যদি এই তালিকায় না থাকে, তাহলে তার বিষয়ে লিখে আমাদের পাঠিয়ে দাও। আমরা সেই বই-এর খবর পৌঁছে দেব ইচ্ছামতীর সব বন্ধুদের কাছে।
জীবন কথা
হে অরণ্য কথা কও
পিঁপড়ের লড়াই
যখন ছোট ছিলাম
ভুলোর ভুল
কলাবতী রাজকন্যা
কখন কি হয়
টুনটুনি আর বিড়ালের কথা
চীনে-পটকা
নীলমণিয়া
নাড়ুবাবুর পেন উদ্ধার
বনের খবর
তোত্তো-চান
বুড়ো আংলার সন্ধানে
আরে অর্থাৎ
ভারতের লোককথা
চিরকালের সেরা-অবনীন্দ্রনাথ ঠাকুর
গাবলুর বিজ্ঞান ডায়েরি
সন্দেশ
প্যারীবাবুর ফার্স্ট বুক