খেলাঘরখেলাঘর

পড়ে পাওয়া

ভারতের বাইশটি ভাষার অনেক যুগ ধরে মুখে মুখে  চলে আসা লোককথার ঝুলি থেকে নির্বাচিত এবং অনুদিত এক গুচ্ছ গল্প নিয়ে বই- "ভারতের লোককথা"। এই বইয়ের সংকলন ও সম্পাদনা করেছেন এ.কে. রামানুজন , আর গল্পগুলি অনুবাদ করেছেন মহাশ্বেতা দেবী।বাংলা, মরাঠি, তামিল, তেলুগু, কাশ্মিরী, সিন্ধী, উর্দু, কন্নড়, সাঁওতালি, ওরিয়া, পাঞ্জাবী, অহমিয়া, গুজরাতি, এবং আরো বিভিন্ন ভাষার থেকে গল্প নিয়ে এই সংকলন তৈরি হয়েছে। বাংলা ভাষা থেকে বাছা হয়েছে সুখু-দুখু, টিয়ার নাম হিরামন, গোপাল্ভাঁড়ের গল্প ।

এই সংগ্রহটি প্রকাশ করেছে ন্যাশনাল বুক ট্রাস্ট, আর দাম মাত্র ৭৫ টাকা।

বইপোকা অবশ্যই নতুন নতুন বই পড়তে ভালবাসেন। আরো ভালবাসেন সেইসব বই এর খোঁজ সবাইকে দিতে। নতুন নতুন বইয়ের খোঁজ পেতে চোখ রাখ বইপোকার দপ্তরে। আর তোমার কাছে যদি কোন খুব ভাল বই থাকে, যেটার কথা তুমি বন্ধুদের এবং বইপোকাকে জানাতে চাও, তাহলে বইপোকাকে সেই বইয়ের খবর জানিয়ে চিঠি লেখ ইচ্ছামতীর মেইল ঠিকানায়।