খেলাঘরখেলাঘর

গরমের ছুটি

যেই পড়ে গরমের ছুটি ইসকুলে
ব্যাগ-বই খাতা-পেন হোমটাস্ক ভুলে,
ভোরবেলা চেপে কু-ঝিকঝিক গাড়ি
সটান পৌঁছে যাই - "গেরামের" বাড়ি।
গরমের ছুটি
আম জাম কাঁঠালের গাছ সারি সারি
আঁকা-বাঁকা কাঁচা পথ - ফাঁক দিয়ে তারই
ছোট নদী বয়ে চলে কুলকুল রবে
খেয়াতরী চড়ে ওই পারে যেতে হবে।
গরমের ছুটি
গ্রামের বাড়িতে ভারি মজা প্রতি পলে
গাছে চড়া, দাপাদাপি পুকুরের জলে।
বাখারির ধনুকেতে পাটকাঠি বাণ
আয় দেখি ব্যাটা আম-চোর হনুমান!
দিনভর হুল্লোড় ছোটোদের সাথে
কালবোশেখীর ঝড়ে ছুট থলি হাতে
গরমের ছুটি
আম পড়ে ধুপধাপ - পড়ে কাড়াকাড়ি
থলি-ভরা খুশি নিয়ে ফিরে আসি বাড়ি।
রোদে দেওয়া আমচুর, আচারের শিশি
আমসত্ত্বের গোলা - কাকি-জ্যেঠি-পিসি!
গরমের ছুটি
হাসিখুশি দিনগুলো গেল কোনখানে
ঈশানের মেঘ-পানে চেয়ে ভাবি মনে ।

জ্যোতির্ময় দালালের জন্ম ও পড়াশোনা কলকাতায়। ২০০৯ সাল থেকে আমেরিকার টেক্সাস প্রদেশে কলেজ ষ্টেশন শহরে 'টেক্সাস এ এন্ড এম' বিশ্ববিদ্যালয়ে ইণ্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডক্টরেট-এর ছাত্র। এর আগে আই আই টি খড়্গপুর থেকে এম টেক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বি ই ডিগ্রী লাভ। আই টি ইণ্ডাস্ট্রিতে বছর চারেক কোডিং করে করে তিতিবিরক্ত হয়ে সেক্টর ফাইভকে দুচ্ছাই বলে পি এইচ ডি করতে পলায়ন। লেখালিখি ছাড়া শখ ভ্রমণ ও ফোটোগ্রাফি চর্চা ।