যেই পড়ে গরমের ছুটি ইসকুলে
ব্যাগ-বই খাতা-পেন হোমটাস্ক ভুলে,
ভোরবেলা চেপে কু-ঝিকঝিক গাড়ি
সটান পৌঁছে যাই - "গেরামের" বাড়ি।
আম জাম কাঁঠালের গাছ সারি সারি
আঁকা-বাঁকা কাঁচা পথ - ফাঁক দিয়ে তারই
ছোট নদী বয়ে চলে কুলকুল রবে
খেয়াতরী চড়ে ওই পারে যেতে হবে।
গ্রামের বাড়িতে ভারি মজা প্রতি পলে
গাছে চড়া, দাপাদাপি পুকুরের জলে।
বাখারির ধনুকেতে পাটকাঠি বাণ
আয় দেখি ব্যাটা আম-চোর হনুমান!
দিনভর হুল্লোড় ছোটোদের সাথে
কালবোশেখীর ঝড়ে ছুট থলি হাতে
আম পড়ে ধুপধাপ - পড়ে কাড়াকাড়ি
থলি-ভরা খুশি নিয়ে ফিরে আসি বাড়ি।
রোদে দেওয়া আমচুর, আচারের শিশি
আমসত্ত্বের গোলা - কাকি-জ্যেঠি-পিসি!
হাসিখুশি দিনগুলো গেল কোনখানে
ঈশানের মেঘ-পানে চেয়ে ভাবি মনে ।