মান্তুদের কাকাতুয়া
মান্তুদের ঘরে,বসা থাকে দাঁড়ে,
একটি কাকাতুয়া,
ঘরের জিনিস দামি,সামান্য বা নামি,
যেত নাকো ছোঁয়া!
যদি কেউ চায়,পাখীরে শুধায়,
কি নাম বল তোর?
একটাই কথা,মুখে ওর রটা,
বলে—চোর,চোর,চোর!
নানা রঙ্গতে,নানা ভঙ্গিতে,
কয় সে একই কথা,
কখনো লাফিয়ে,চোখ পাকিয়ে,
বলে চোর,চোর,অযথা।
সে দিন হোল কি,শোন তা বলি,
গভীর সেই রাতে
সবাই ছিল কাত,ঘুমে চিৎপাত,
মগ্নতার সাথে।
এক চোরের দল,বেঁধে দঙ্গল,
করতে এলো চুরি,
মান্তুদের ঘরে,ওরা ঢুকে পড়ে,
পকেটে ওদের ছুরি!
ক’পা এগিয়ে,পাখীর ঘরে গিয়ে
উঁকি যেই মারল,
ওমনি সেই পাখী,চোর-চোর,ডাকি’
কথার বুলি ছাড়ল।
চোরেরা কয়,গৃহস্থ নিশ্চয়,
সে ত দেখি আছে জেগে!
চলরে সবাই,তাড়াতাড়ি পালাই,
চোর গেলো সব ভেগে।
মান্তুরা সবে,চোর,চোর,রবে
পাখীর ডাকে ভাঙে ঘুম,
চোর এসে ছিল,শব্দে জানা গেল,
খোঁজা খুঁজির লাগে ধুম।
পাখীরে সাদরে,অনেক আদরে,
বলে ঘুমা,হয় নি কো ভোর,
কাকাতুয়া নাড়ে,ঘাড় বারে বারে,
বলে,চোর,চোর,চোর!
তাপসকিরণ রায়
জবলপুর, মধ্যপ্রদেশ
- বিস্তারিত
- লিখেছেন তাপস কিরণ রায়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
হারিয়ে গেল কই
পাখি রে তুই কোস নে কথা
রিং টোনেতে ওই।
ঘুমিয়ে গেল কিবোর্ড আঙুল
হারিয়ে গেল বই।।
তিলের পিঠে শালীর চিঁড়ে
বিন্নি ধানের খই।
দীঘির জলে রাঙা হাঁসের
‘আয়, আয়, চই চই’।।
আকাশে মেঘ-আলোর খেলা
রামধনুরং ছই।
কথার ভেতর রূপকথারা
হারিয়ে গেল কই?
তন্ময় ধর
নতুন দিল্লি
- বিস্তারিত
- লিখেছেন তন্ময় ধর
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
হরিরামের বিপদ
খেতে বড় ভালবাসে হরিরাম দাস ,
এক রাতে বেশি খেয়ে করে হাঁসফাঁশ |
মনে মনে ভাবে বেশি আর খাব না কো
আমি উঠলেই কেন দুলে ওঠে সাঁকো ?
খাবো না মাছ-ভাত , খাবো শুধু ফল
আর যেটা খেতে হবে সেটা হল জল |
ভেবে ভেবে হরিরাম জঙ্গলে যায়
দেখে তাকে বাঘদার বড় খিদে পায় ।
বাঘ দেয় এক লাফ খাবে বলে ওকে
পড়ে যায় হরিরাম ধাক্কার ঝোঁকে |
উল্টালো হরিরাম বাঘদার'ই ঘাড়ে
বাঘ চিঁড়ে-চ্যাপ্টা , লাগে জোর হাড়ে ।
বাপ বাপ বলে বাঘ ভেগে গেল হায়
হেলেদুলে হরিরাম ঘরে ফিরে যায় |
মণিপর্ণা সেনগুপ্ত মজুমদার
কলকাতা
- বিস্তারিত
- লিখেছেন মণিপর্ণা সেনগুপ্ত মজুমদার
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
নইলে দেব কানটি মলে
কে ওখানে
খোকা নাকি ?
না পড়ে যে
দিচ্ছ ফাঁকি
সন্ধে হলেই
লুকোচুরি
বদমায়েসির
নেইকো জুড়ি
ওসব ছেড়ে
পড়তে বসো
কিংবা বসে
অঙ্ক কষো
নইলে দেব
কানটি মলে
এমনতর
দুষ্টু হলে ।
জামাল ভড়
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা
- বিস্তারিত
- লিখেছেন জামাল ভড়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
একটা ছড়া
একটা ছড়ার বিকেল কাটে
আম মুকুলের গন্ধে
একটা ছড়া পড়তে বসে
যখন নামে সন্ধ্যে
একটা ছড়া নাচে
নামলে বৃষ্টি টাপুর টুপ
একটা ছড়া রৌদ্র মেখে
দীঘিতে দেয় ডুব
একটা ছড়া গুলতি হাতে
ঘুম নেই দুই চোখে
একটা ছড়া দুষ্টুমিতে
আটকাবে কে বকে?
একটা ছড়া বনভোজনে
খিচুড়ি আলু ভাতে
একটা ছড়া চাঁদে যাওয়ার
স্বপ্ন দেখে রাতে
একটা ছড়া বাসন মাজে,
ঝাঁট দেয়, জল তোলে
একটা ছড়া স্বপ্ন দেখে
রোজ যাবে ইস্কুলে …।
দ্বৈতা হাজরা গোস্বামী
ব্যাঙ্গালোর, কর্ণাটক
- বিস্তারিত
- লিখেছেন দ্বৈতা হাজরা গোস্বামী
- ক্যাটfগরি: ছড়া-কবিতা