"গুপিচোরের কান্ড" সাথী সেনগুপ্তের লেখা ছোটদের জন্য গল্পের বই। এই বইতে আটটা গল্প আছে। সুন্দর প্রচ্ছদের এই ছোট্ট বইটা চাইলে এক দিনেই পুরোটা পড়ে ফেলতে পার। আবার রইয়ে সইয়ে কয়েকদিন ধরেও পড়তে পার।
স্কুলের গল্প, ভূতের গল্প, হাসির গল্প, চোরের গল্প, আনন্দের গল্প, মন খারাপের গল্প- সবই আছে এই বই-এর দুই মলাটের মধ্যে। আমাকে যদি জিজ্ঞেস কর, আলাদা করে কোন গল্পটা ভাল লেগেছে, বলা মুশকিল। কারণ একেকটা গল্পের স্বাদ একেবারে একেক রকমের। কোন গল্পে আছে আধুনিক শহুরে জীবনে অভ্যস্ত কিশোর-কিশোরীদের মনের কোণের ভাললাগা-মন্দলাগার হদিস, কোন কোন গল্প আবার ফিরিয়ে নিয়ে যায় হারিয়ে যাওয়া গ্রামজীবনের কথায়-মনে হয় অনেকদিনের পুরনো খুব চেনা, খুব ভাল লাগা একটা গল্প আবার নতুন করে পড়লাম।
শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত এই বইটার দাম মোটে ৫৫ টাকা।