আফ্রিকা মহাদেশ জুড়ে বন-জঙ্গল। সেইখানে থাকতো একটা সিংহ আর দুটো সিংহি। তারা একদিন হাতি, জেব্রা বা জিরাফ শিকার করতে গিয়েছিলো।
তারা একটা হাতি দেখলো, সেটা অনেক বড় ছিলো বলে ধরেনি।
তারা ঘুরে ঘুরে একটাও জিরাফ পেলো না। তাই ওরা একটূ বিশ্রাম করে অন্যদিকে গেলো।
গিয়ে দেখলো একটা বড় মাঠ, সেখানে অনেক জেব্রা আর বাইসন ছিলো। ওরা সেগুলি শিকার করলো। রাত্রে ভালো ঘুম হলো।
ওরা আরো মাংস রেখেছিলো পরেরদিন খাবে বলে। সেই মাংসগুলো হায়নারা চুরি করে নিয়ে গেলো।
সকালবেলা উঠে ওরা ভাবলো এবার কি খাবে!
তারপর সিংহটা একটা বড় পাথর দেখতে পেলো।
সেটার ওপর উঠে সে জোরে গর্জন করতে লাগলো। সব পশুপাখিরা ভয়ে দৌড়াতে লাগলো।
তাদের মধ্যে থেকে সিংহটা একটা হরিণ শিকার করলো।
ছবি ও লেখা
ঋক ঘোষ
৬ বছর
বি ডি মেমোরিয়াল স্কুল
কলকাতা