ধুম তাক তাক, ধুম তাক তাক
ঢাক বাজছে ঐ,
ঢাকের আওয়াজ শুনে আমি
আর কি ঘরে রই?
একটা ছুটে বাইরে আসি,
তাকাই চারিপাশে,
স্নিগ্ধ হাওয়া মাতাল করে
পুজোর গন্ধ ভাসে।
ঘরে ঘরে রঙ লেগেছে-
পুজোর আয়োজন,
এমনি দিনে কেমন করে
বসবে পড়ায় মন?
শঙ্খধ্বনি, ঘণ্টা-উলু
সুরের ধরন কত,
মা আসছেন বছর ঘুরে
উৎসব তাই যত।
আলতারাঙা পা দুটো মা'র
পড়বে আবার ধরায়,
সেই পা দুটো এই পৃথিবীর
দুর্দশা সব সরায়।
আকাশ হাসে, বাতাস নাচে
কাশফুল গায় গান,
দেবী আসছেন- এই সংবাদ
ধরায় ফেরায় প্রাণ।
প্রদীপ জ্বলে, ডালা সাজে,
আয়োজনের ধুম,
উত্তেজনায় প্রহর কাটে,
নেই চোখে আর ঘুম।
দুয়ার খুলে আছি বসে,
আসবে সেই ক্ষণ,
দু'চোখ আমার আঁকবে ছবি-
মায়ের আগমন।
ছবিঃ ঈশিতা ছেত্রী