সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

"সকালে উঠিয়া আমি; মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি" ।
কিন্তু দ্যাখো; ভাল হয়ে, চলার ব্যাঘাত কত,
চেঁচামেচি, তাড়াহুড়ো, মেজাজ থতমত ।
ব্যাগটা গোছাও; চুল আঁচড়াও; ক্রিম মেখেছ মুখে?
দুধটা কেন শেষ হয়নি? জল কেন রে চোখে?
বিছনা বালিশ রইলো পড়ে, গোছাসনি কো মোটে
মাথায় শুধুই লম্বা হলি; বুদ্ধি নাই রে ঘটে ?

বলনা বাবা, মাকে আমার, শান্ত হয়ে বসতে,
দেখছিস কি ? সুয্যি টাও, জাগছে কত আস্তে ?
টিকটিকিটার লেজ খসছে, দেখনা নজর করে;
কালকেই তো দিব্যি ছিল, ঘুরছিল ঐ ঘরে ।
মরচে রঙা লাল জিনিয়ায়; বেগনি রঙের ছাপ,
দুধের সরে, দেখতো কেমন, তানজানিয়ার ম্যাপ !
বন শালিখের পাসটিতে, ঐ ছোট্ট মতন ছানা;
জানিস কি তুই? পাক্কা দুমাস লাগলো মেলতে ডানা।
এক মাসেতেই  ভাঙল গুটি , উড়ল প্রজাপতি;
দেখনা তবু, দুজনেতেই, এক আকাশের সাথী ।
সময় নিয়ে সবাই কেন, করে হুড়ো মুড়ি ?
আমার সময় আমার কাছে; আমিই আমার ঘড়ি ।

চায়ের কাপে মুখ পুড়িয়ে, বলি তারে চেয়ে;
এত্তো সব শিখলি কবে? এটটুকনি মেয়ে !
বললো মেয়ে, "গেল বারে ; ইলামবাজার পথে,
মনে পড়ে এই সকালেই; দাদাই ছিল সাথে" !
তোর বাবা যে বলল আমায় - "দিলাম তোকে মন্ত্র;
নাতনি – তুই খুব নাম কর; হোস না শুধু যন্ত্র"।

 

ছবিঃ মহাশ্বেতা রায়

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা