সকাল যেমন, দুপুর যেমন, যেমন সন্ধ্যে-রাত
বিকেলও তো একইরকম, কী আছে তফাৎ !
স্কুলের পড়া, ঘরের পড়া, আবার কোচিং ক্লাসে—
পড়ার নিগড় দেখলে কি আর বিকেল নেমে আসে !
বিকেল খোঁজে কোথায় আছে টুকরো সবুজ মাঠ
জীবনটাকে সইতে পারার দেয় সে সহজপাঠ ।
যদিও বা সে মাঠ খুঁজে পায় এককোণে পাড়ার
হতাশ হয়ে তাকিয়ে দ্যাখে, নেই জীবনের সাড় ।
নামতে গেলেই পথ আটকায় হাজার বিঘ্ন-বাধা
ম্লানমুখে তাই হারালো সে নিজস্ব মর্যাদা ।
আসল কথা পিঠের ব্যাগটা বিকেলের বিরোধী
লড়াই করেও অসমযুদ্ধে হারছে নিরবধি ।
বোকার মতো একটা কথা বুঝছে না কেউ ছাই---
মনখারাপের জন্যও তো একটা বিকেল চাই !
ছবিঃ মহাশ্বেতা রায়