সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
  • পাখি

    পাখি

    রঙবেরঙের পাখি―
    ভোর না হতেই জোর কলরব,
    তুমুল ডাকাডাকি।
    গাছের ছায়া, সুরের মায়া
    দু'য়ের মাখামাখি ।
    ডালে ডালে পত্রশাখায়
    মিষ্টিমধুর সুর খেলে যায়―
    এ হেন সুখ কোথা...

    অচিন্ত্য সুরাল
    আরো পড়:
    প্রকাশিত: 27 সেপ্টেম্বর 2023
  • পাখির বন্ধু

    ওই দ‍্যাখো মা লেজঝোলা সেই পাখি
    জানলা দিয়ে আসার জন‍্য
    করছে ডাকাডাকি ।
    দাও তো খানিক সরষেদানা
    ছড়িয়ে দিলেই ভাসিয়ে ডানা
    ঢুকবে আমার ঘরে ।

    — "তারপরে, তারপরে ?"...

    অচিন্ত্য সুরাল
    আরো পড়:
    প্রকাশিত: 30 এপ্রিল 2023
  • আর পারি না

    আর পারি না

    ইস্কুলে কী পড়ার চাপ
    বাপরে বাপ ! বাপরে বাপ!

    অঙ্ক ভূগোল ইংরেজিতে
    জ্ঞানগম্যি নিংড়ে নিতে
    মুন্ডুমাথার বাড়ছে মাপ
    বাপরে বাপ ! বাপরে বাপ!

    মন বা শরীর বাড়ছে কই

    অচিন্ত্য সুরাল
    আরো পড়:
    প্রকাশিত: 30 এপ্রিল 2022
  • কালো তো কী ?

    কালো তো কী ?

    মোষ
    গরু নিয়ে সবাই লেখে
    তার রচনা কেউ কী শেখে ?
    কালো বলেই মনে মনে
    সক্কলের আক্রোশ ।

    মোষ কি এতই খারাপ নাকি,
    আচ্ছা একটা ছবি আঁকি;
    ক্যানভাস হোক বিশাল ত...

    অচিন্ত্য সুরাল
    আরো পড়:
    প্রকাশিত: 30 অক্টোবার 2021
  • খুশির ছড়া দুঃখী হলে

    একটা ছড়া এমন হোক
    যার দু’পায়ে জড়ানো থাকে ছুটি কেবল ছুটি
    কুমিরডাঙা চু কিৎ কিৎ কিম্বা ফড়িং ধরে
    উড়িয়ে দেওয়ার খেলা ছাড়া থাকবে না কিচ্ছুটি ।

    তার সঙ্গে পাখ...

    অচিন্ত্য সুরাল
    আরো পড়:
    প্রকাশিত: 16 মে 2021
  • ঝাল-মিষ্টি ছড়া

    ঝাল-মিষ্টি ছড়া

    যদি দেখ কেউ খুব লঙ্কার ভক্ত
    সাবধান তাকে যেন কোরো না বিরক্ত
    লঙ্কার গুণে তার জিভ হয় ধারালো
    ভয় লাগে--- এই বুঝি জিভটাকে নাড়ালো
    ধারালো রে, ওরে বাবা, কী ভ...

    অচিন্ত্য সুরাল
    আরো পড়:
    প্রকাশিত: 15 এপ্রিল 2019
  • sharodsambhar2018
  • বিকেল-এর দুঃখ

    সকাল যেমন, দুপুর যেমন, যেমন সন্ধ্যে-রাত
    বিকেলও তো একইরকম, কী আছে তফাৎ !
    স্কুলের পড়া, ঘরের পড়া, আবার কোচিং ক্লাসে—
    পড়ার নিগড় দেখলে কি আর বিকেল নেমে আসে...

    অচিন্ত্য সুরাল
    আরো পড়:
    প্রকাশিত: 17 নভেম্বর 2018
  • ধুত্তোরিকা

    ধুত্তোরিকা

    বন্ধ ঘরে করছি পড়া
    পড়তে হবেই, কী আর করা !

    কিন্তু দেখ জানলা দিয়ে---
    নিমগাছে এক সবুজ টিয়ে
    আমার দিকেই মুখ ফিরিয়ে
    করছে কেবল নড়াচড়া ।
    করুক গিয়ে কী আর করা ...

    অচিন্ত্য সুরাল
    আরো পড়:
    প্রকাশিত: 19 অক্টোবার 2017

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা