সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
ধুত্তোরিকা

বন্ধ ঘরে করছি পড়া
পড়তে হবেই, কী আর করা !

কিন্তু দেখ জানলা দিয়ে---
নিমগাছে এক সবুজ টিয়ে
আমার দিকেই মুখ ফিরিয়ে
করছে কেবল নড়াচড়া ।
করুক গিয়ে কী আর করা !

তাকিয়ে থাকার উপায়টা কী
অঙ্ক কষা অনেক বাকি
জোর বকুনি পড়বে নাকি !
মা যে আমার বড্ড কড়া ।
থাকগে’ বাবা, কী আর করা ।

ঐ দেখ ফের, কী বোম্বেটে
হাওয়ায় যেন সাঁতার কেটে
আহ্লাদে ও পড়ছে ফেটে
ভাবখানা হামবড়া
লোভ দেখালেও--- কী আর করা !

দেখছ ওটা কী সেয়ানা,
শিস দিয়ে আর ঝাপটে ডানা
পড়তে আমায় করছে মানা
দু ঠোঁট শয়তানিতে ভরা
ডাকছে কাছে--- কী আর করা !

ধুত্তোরিকা অঙ্ক না ছাই
ঢুকছে না আর কিছুই মাথায়
টিয়ার ছবি এঁকে খাতায়
দুমড়িয়ে দিই অঙ্ক করা ।

না বোল না, কী আর করা !

 

ছবিঃ পিনাকী দত্ত

জন্ম থেকে দীর্ঘদিন প্রবাসে থাকার জন্য বাংলা বই পড়ার তেমন সুযোগ পাননি । ইঞ্জিনিয়ারিং পেশার মানুষ । ২০০০ সালে ছোটদের জন্য লেখায় হাতেখড়ি ৪৮ বছর বয়সে ।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা