ছেলেটা মেঘ হতে চায়
বরষার মেঘলা দিনে
অঝোরে ঝরবে বলে
চলেছে রাস্তা চিনে।
দেখে সে ছোট্ট নদীর
শুখা ঐ বুকের বালি
বলে সে ভয় কিরে তোর
আমি তো মেঘের মালি।
কখনো চলের পথে
ঝরণার শীর্ণ ধারায়
শুনিয়ে অভয়বানী
পাশে তার একটু দাঁড়ায়।
এ ভাবেই নিত্য খোঁজে
ছেলেটা মেঘ-ঠিকানা
সাগরে, নদীর বুকে
উড়িয়ে উজল ডানা।
দেখি এক শ্রাবণ দিনে
সুদূর ঐ তেপান্তরে
সে ছেলে বৃষ্টি হয়েই
অঝোরে পড়ছে ঝরে।
ছবিঃ শিল্পী ঘোষ