স্কুলের ঘরটা আঁকলো টুসু
ছবির খাতা খুলে-
পুজো এখন দরজাতে তাই
মস্ত তালা ঝুলে !
খেলনা পুতুল তাইনা দেখে
গড়ায় হেসে – খুশি
তক্ষুনি লাফ চড়লো কোলে
বেড়ালছানা পুষি !
ঝলমলে রোদ উঠোন জুড়ে
শালিক পাখি নাচে ,
বলল - এসো আমরা দু'জন
চড়বো গাছে গাছে ।
ডাকছে হাওয়া – রঙিন ঘুড়ি
উড়বি নাকি চল-
মেঘের দেশটা দেখবি ঘুরে
কেমন মজা বল !
আকাশটা তোর বন্ধু হবে
চাঁদের দেশে যাবি,
বাজছে রে ঢাক, মুঠোয় আছে
সব-পেয়েছি চাবি !
ছবিঃ মহাশ্বেতা রায়